১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আন্তর্জাতিক চা দিবস-২০২৫

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

ঢাকা জার্নাল: চা নিয়ে চীনের রয়েছে হাজার বছরের ইতিহাস; বাংলাদেশের ইতিহাস ২শ বছরের।

টি ফর হারমনি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চায়না অ্যাম্বাসি ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার-বিসিএফসি। সন্ধ্যায় বনানী ক্লাবে আন্তর্জাতিক চা দিবস-২০২৫ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে চা। এর রয়েছে ২শ বছরের ইতিহাস। চা এখন বাংলা সংস্কৃতির অংশ হয়ে গেছে। বাঙালির সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে।

চায়না অ্যাম্বাসির কালচারাল সেক্রেটারি লি শাউপেঙ বলেন, চীনা সভ্যতার অংশ চা। চাইনিজদের হাজার বছরের জীবনযাত্রার অংশ চা পান করা।

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএফসির সভাপতি এএসএম কামাল উদ্দিন।

চাইনিজ চায়ের বিস্তারিত তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চাইনিজ ডিরেক্টর ড. ইয়াং হুই ও শান্তা মারিয়ম হংহি কনফুসিয়াস ক্লাসরুমের চাইনিজ শিক্ষক ঝং কিয়ানইউন। তারা চায়নার ছয় ধরনের চায়ের আদ্যোপান্ত তুলে ধরেন অতিথিদের সামনে।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সবাই। চাইনিজ ট্রাডিশনাল নাচ- ঝি সি কিং লু পরিবেশন করেন শান্তা মারিয়ম হংহি কনফুসিয়াস ক্লাসরুমের চাইনিজ শিক্ষক ওয়াং জিয়ানঝেন। বাংলা গানে মুগ্ধ করেন শিশির শমসের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক চা দিবস-২০২৫

আপডেট সময় ১০:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঢাকা জার্নাল: চা নিয়ে চীনের রয়েছে হাজার বছরের ইতিহাস; বাংলাদেশের ইতিহাস ২শ বছরের।

টি ফর হারমনি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চায়না অ্যাম্বাসি ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার-বিসিএফসি। সন্ধ্যায় বনানী ক্লাবে আন্তর্জাতিক চা দিবস-২০২৫ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে চা। এর রয়েছে ২শ বছরের ইতিহাস। চা এখন বাংলা সংস্কৃতির অংশ হয়ে গেছে। বাঙালির সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে।

চায়না অ্যাম্বাসির কালচারাল সেক্রেটারি লি শাউপেঙ বলেন, চীনা সভ্যতার অংশ চা। চাইনিজদের হাজার বছরের জীবনযাত্রার অংশ চা পান করা।

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএফসির সভাপতি এএসএম কামাল উদ্দিন।

চাইনিজ চায়ের বিস্তারিত তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চাইনিজ ডিরেক্টর ড. ইয়াং হুই ও শান্তা মারিয়ম হংহি কনফুসিয়াস ক্লাসরুমের চাইনিজ শিক্ষক ঝং কিয়ানইউন। তারা চায়নার ছয় ধরনের চায়ের আদ্যোপান্ত তুলে ধরেন অতিথিদের সামনে।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত সবাই। চাইনিজ ট্রাডিশনাল নাচ- ঝি সি কিং লু পরিবেশন করেন শান্তা মারিয়ম হংহি কনফুসিয়াস ক্লাসরুমের চাইনিজ শিক্ষক ওয়াং জিয়ানঝেন। বাংলা গানে মুগ্ধ করেন শিশির শমসের।